সূর্যের UVA ও UVB রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে অকাল বয়সের ছাপ, পিগমেন্টেশন, ত্বক পুড়ে যাওয়া (সানবার্ন) ও মেলানিনের ভারসাম্য নষ্ট করতে পারে। দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা জরুরি!
1️⃣ বাইরে যাওয়ার ১৫-২০ মিনিট আগে মুখ, হাত ও খোলা অংশে লাগান। 2️⃣ ২-৩ ঘণ্টা পর পর পুনরায় ব্যবহার করুন। 3️⃣ সাঁতার কাটার পর বা অতিরিক্ত ঘামের পর পুনরায় ব্যবহার করুন।